Image Test

আমাদের সমাজে প্রায়ই একটা প্রশ্ন ঘুরেফিরে আসে—আমরা কেন মাযহাব মানি? বিশেষ করে আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমাদের কি অন্ধভাবে একজন ব্যক্তির...

আমাদের সমাজে প্রায়ই একটা প্রশ্ন ঘুরেফিরে আসে—আমরা কেন মাযহাব মানি? বিশেষ করে আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমাদের কি অন্ধভাবে একজন ব্যক্তির রায়কে মেনে নিচ্ছি? নাকি এর পেছনে গভীর কোনো যুক্তি ও দলিল আছে?

​আজকের এই লেখায় আমি আপনাদের সামনে একটি মৌলিক সত্য পরিষ্কার করতে চাই। আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য হলো সেই ‘আসলি দ্বীন’—যা রাসূলুল্লাহ (সালালাহু আলাইহি ওয়াসাল্লাম) নিয়ে এসেছেন এবং যা সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) নিজেদের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। আমরা সেই যুগেই ফিরে যেতে চাই, সেই আমলগুলোই আঁকড়ে ধরতে চাই। আর হানাফি মাযহাব বা ইমাম আবু হানিফা (রহ.)-এর ফিকহ হলো সেই গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে নির্ভরযোগ্য বাহন।

ট্যাগ:takwaislam